সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের ইছার আলী ছেলে মো: শিমুল হোসেন (১৪) ৯ মে দুপুর দেড়টার দিকে পার্শ্ববর্তী খালে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে শিমুল হোসেন বজ্রপাতের কবলে পরেন।
একদিকে অঝোর ধারে বৃষ্টি আবার অন্যদিকে বজ্রপাত, ছেলে বাড়িতে আসতে দেরি হচ্ছে বলে তার মা শিরিনা পারভীন খোঁজ নিতে যান গিয়ে দেখেন তার ছেলে মাটিতে পরে আছে। তাৎক্ষণিক এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এবং স্থানীয় চিকিৎসক মোস্তাফিজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এদিকে ছেলেকে হারিয়ে মা বাবা সহ দুই ভাই এখন শোকে পাথর প্রায়, ছেলের পরিবার ততা এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।