April 3, 2025, 7:37 am
শিরোনাম:

জয়পুরহাট জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় 

আবু সুফিয়ান মুক্তার, প্রতিনিধি জয়পুরহাট

জয়পুরহাট জেলা জামায়াতের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে আজ ২৭ জানুয়ারী দুপুরে জয়পুরহাটের আব্বাস আলী খান মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামী।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও জেলা প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান মুহাঃ হাসিবুল আলম লিটন এর
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,জেলা জামায়াতের মজলিসে শুরার অন্যতম সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান ও জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন, আগামী ৩০ জানুয়ারী জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানের জয়পুরহাট আগমন ও কর্মী সম্মেলনকে ঘিরে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ইতোমধ্যেই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছেন। এ সময় তিনি সাংবাদিক ও জয়পুরহাট জেলাবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন।

মতবিনিময় সভায় জয়পুরহাটের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৬৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *