জয়পুরহাট জেলা জামায়াতের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে আজ ২৭ জানুয়ারী দুপুরে জয়পুরহাটের আব্বাস আলী খান মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামী।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও জেলা প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান মুহাঃ হাসিবুল আলম লিটন এর
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,জেলা জামায়াতের মজলিসে শুরার অন্যতম সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান ও জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন, আগামী ৩০ জানুয়ারী জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানের জয়পুরহাট আগমন ও কর্মী সম্মেলনকে ঘিরে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ইতোমধ্যেই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছেন। এ সময় তিনি সাংবাদিক ও জয়পুরহাট জেলাবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন।
মতবিনিময় সভায় জয়পুরহাটের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৬৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।