জয়পুরহাট পাঁচবিবিতে চাচাকে ডেকে এনে হত্যা করে পালিয়েছেন ভাতিজা।
০৩ ফ্রেব্রুয়ারী (সোমবার) সকালে পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই মধ্যপাড়া গ্রামের ভাতিজা রশিদুল ইসলামের বাড়ি থেকে চাচা আব্দুর রাজ্জাকের লাশ উদ্ধার করে পাঁচবিবি থানা পুলিশ।
নিহত আব্দুর রাজ্জাক জয়পুরহাট সদর উপজেলার মাধায়নগর গ্রামের মৃত সৈয়দ আলী মন্ডলের ছেলে।
প্রশাসন ও এলাকাবাসী সুত্রে জানা যায় গত ইং ০২ ফ্রেব্রুয়ারী (রবিবার) রাতে মাধয়নগর বাজার থেকে চাচা আব্দুর রাজ্জাককে মটরসাইকেল যোগে তুলে নিয়ে আসেন ভাতিজা রশিদুল ইসলাম সারারাত নির্যতন করার পর সকালে পরিকল্পিত ভাবে হত্যা করে পালিয়ে যান ভাতিজা রশিদুল জৈনক ব্যক্তি সকালে রশিদুই ইসলাম কে ডাকতে গেলে আব্দুর রাজ্জাকের রক্তাক্ত অবস্থায় পরে থাকা দেখে থানায় খবর দেন ঘটনাস্থেল পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করে পাঁচবিবি ও সদর সার্কেল এসপি মোঃ আরিফ হোসেন জানান, দেখে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা তদন্ত শেষে হত্যার মুল কারন জানার পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।