April 3, 2025, 7:31 am
শিরোনাম:

ভারতের বিপক্ষে ধবলধোলাই! ব্যাটারদের দুষলেন শান্ত

আকাশ দাশ সৈকত, ক্রীড়া প্রতিনিধি

স্বাগতিক ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরে ব্যাটারদের দুষলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

স্বাগতিক পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশ গিয়েছিলো ভারতের মাটিতে। তবে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হোয়াইট- ওয়াশ করে বাংলাদেশ দল স্বপ্ন দেখেছিলো ভারতির বিপক্ষে ভালো কিছু উপহার দেওয়ার । এমনকি দলের সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের অনেকেও ভারতের বিপক্ষে বাংলাদেশ নতুন সাফল্যের কথা বলেছিলেন। তবে মাঠে নেমে দেখা গেলো বিপরীত চেন্নাই টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে হারের পর আজ কানপুরে শান্তরা হেরেছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে। তাইতো দলের এমন হারে সিরিজ ব্রডকাস্টারকে দেওয়া স্বাক্ষাতকারে ব্যাটারদের উপর দোষ চাপালেন বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্ত ।

তিনি বলেন, “দুই টেস্টেই আমরা ভালো ব্যাটিং করিনি। এই পরিস্থিতিতে আমাদের ভালো ব্যাট করতে হবে। আপনি যদি আমাদের ব্যাটারদের দেখেন – আমরা ৩০-৪০ বল খেলে আউট হয়ে গিয়েছি। টেস্ট ম্যাচে এটা গুরুত্বপূর্ণ, ব্যাটাররা যখন মাঠে নামেন, তখন বড় রান করতে হবে। সেই সময় যেভাবে অশ্বিন ও জাদেজা (চেন্নাইয়ে প্রথম টেস্ট) ব্যাট করেছিল। ওই পার্টনারশিপটা খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল”।

কানপুর টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে মুমিনুল হক করেছেন সেঞ্চুরি অন্যদিকে বোলারদের মধ্যে মিরাজ ছিলো দুর্দান্ত । তাদের প্রশংসা করে শান্ত আরো বলেন, “বোলিং ইউনিট হিসেবে আমাদের সেই মুহূর্তগুলো দেখতে হবে- কীভাবে আমরা সেই উইকেটগুলো পেতে পারি। কানপুর টেস্টের প্রথম ইনিংসে দলের বাকি ব্যাটারদের ব্যর্থতার মুখে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুমিনুল হক। তার প্রশংসা করে শান্ত বলেন, এই টেস্টে (কানপুর) মুমিনুল যেভাবে ব্যাটিং করেছেন তা এগিয়ে যেতে সাহায্য করবে। আর মিরাজ দুই ইনিংসেই ভালো বোলিং করেছেন”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *