May 19, 2025, 3:55 pm
শিরোনাম:
ফোনালাপ ফাঁসের পর সংবাদ সম্মেলনে ওসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন পিপি ইসলামপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনৈতিক দলে সাংবাদিকদের ভূমিকা: দলীয় পদ, নাকি পেশাদারিত্ব বায়েজিদকে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করল বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছীতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোই এসএসসি পরীক্ষার্থীকে মারধর এসো হে বৈশাখ এসো বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩৮ কোটি ১৯ লাখ টাকা বেশি রাজস্ব আদায় নিখোঁজের ১৬ দিন পর রেজোয়ানের অর্ধ গলিত লাশ উদ্ধার তানোরে জমি দখল সংক্রান্ত কারণে দুপক্ষের সংঘর্ষ ব্রহ্মপুত্র নদে হাজারো হিন্দু পুণ্যার্থীদের অষ্টমী স্নান

সাবেক এমপি এনামুল হক কারাগারে মারধরের শিকার

গোলাম কিবরিয়া, বিভাগীয় প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক কারাগারে মারধরের শিকার হয়েছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তাকে মারধর করা হয়। ঘটনার পর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

রামেক হাসপাতালে দায়িত্বরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘এনামুল হকের মাথা ও কপালের ডান পাশে ছিলাফোলা জখম ছিল। সন্ধ্যার পর তাকে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবারও কারাগারে নেওয়া হয়েছে। কারাগারের বন্দিরা তাঁকে মারধর করেছেন বলে আমাদের জানানো হয়েছে।’

এ বিষয়ে কথা বলার জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) রত্না রায়কে বেশ কয়েকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

ডিআইজি প্রিজন কামাল হোসেন বলেন, ‘এনামুল হক অসুস্থ বলে শুনেছি। এ কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে মারধর করা হয়েছে কি-না জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া লাগবে।’

এনামুল হক নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন। গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হকের বিরুদ্ধে একাধিক মামলা হয়।

গত ১৬ সেপ্টেম্বর এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৫। গত ২৩ সেপ্টেম্বর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *