April 3, 2025, 7:37 am
শিরোনাম:

তবে কি ব্যালন ডি অর উঠছে ভিনিসিয়রসের হাতে

আকাশ দাশ সৈকত, ক্রীড়া প্রতিনিধি

চলতি বছর ফুটবলারের সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর দেওয়া হবে আগামী ২৮ অক্টোবর। যেখানে পারফরম্যান্সের ভিত্তিতে আলোচনায় রয়েছেন তিন তারকা রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহ্যাম ও ম্যানসিটি মিডফিল্ডার রদ্রি। তবে পুরস্কার ঘোষণার এখনো মাস খানেক দেরি থাকলেও ব্যালন ডি অর নিয়ে নতুন তথ্য প্রকাশ করলো স্প্যানিশ গণমাধ্যম মার্কা। তাদের দাবি আসন্ন ব্যালন ডি অর উঠতে চলেছে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়রসের হাতে।

মার্কা জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর মাদ্রিদের গ্রান ভিয়ায় নাইকি তাদের স্টোর পুনরায় চালু করতে চলেছে, এতে অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ভিনিসিয়ুস ও সোনালী রঙের থিম। সেই সঙ্গে গোল্ডেন বুট ইতোমধ্যেই তার জন্য প্রস্তুত করা হয়েছে।

গত মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ মৌসুম পার করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়রস। পেয়েছেন গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফুটবলারের পুরস্কার ও । তাছাড়া ফাইনালে ম্যানচেস্টারের বিপক্ষে দারুণ খেলে দলকে চ্যাম্পিয়ন করেতে রেখেছে বড় অবদান। তাইতো এইবার এমন ধারাবাহিকতার স্বীকৃতি হিসেবে ব্যালন ডি’অরের সোনালী বলটি ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান এই তারকার হাতে উঠতে চলেছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *