May 19, 2025, 3:23 pm
শিরোনাম:
ফোনালাপ ফাঁসের পর সংবাদ সম্মেলনে ওসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন পিপি ইসলামপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনৈতিক দলে সাংবাদিকদের ভূমিকা: দলীয় পদ, নাকি পেশাদারিত্ব বায়েজিদকে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করল বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছীতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোই এসএসসি পরীক্ষার্থীকে মারধর এসো হে বৈশাখ এসো বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩৮ কোটি ১৯ লাখ টাকা বেশি রাজস্ব আদায় নিখোঁজের ১৬ দিন পর রেজোয়ানের অর্ধ গলিত লাশ উদ্ধার তানোরে জমি দখল সংক্রান্ত কারণে দুপক্ষের সংঘর্ষ ব্রহ্মপুত্র নদে হাজারো হিন্দু পুণ্যার্থীদের অষ্টমী স্নান

র‍্যাগিং করলে শাস্তির ব্যবস্থা নেয়া হবে : রাবি প্রশাসন

গোলাম কিবরিয়া, বিভাগীয় প্রতিনিধি, রাজশাহী

র‍্যাগিংকে সামাজিক অপরাধ অ্যাখ্যা দিয়ে তার সাথে জড়িত থাকলে বিধি-মোতাবেক শাস্তি প্রদান করা হবে বলে হুঁশিয়ার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৮ সেপ্টেম্বর) প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘র‍্যাগিং একটি সামাজিক অপরাধ। এর ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়া মানসিক সমস্যা সৃষ্টি হয়। এ কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোথায় কোনো প্রকার র‍্যাগিং না করার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছে। কেউ র‍্যাগিং করলে বা কাউকে র‍্যাগিং করতে উদ্বুদ্ধ করলে প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শাস্তি প্রদান করা হবে”।

উল্লেখ্য, বিভাগের সভাপতির অনুমতি ব্যতিত বিভাগের অন্য কোনো বর্ষের শিক্ষার্থীদের সাথে নবীন শিক্ষার্থীদের পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠান করা যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *