জাতীয় দলের দুই অভিজ্ঞ তারকা সালমা খাতুন এবং রুমানা আহমেদকে ছাড়াই আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ জাতীয় দলের দুই অভিজ্ঞ তারকা সালমা খাতুন এবং রুমানা আহমেদ। তবে অফফর্মের কারণে রুমানা দলে আসা যাওয়া করলেও দীর্ঘদিন দলের সাথে নেই সাবেক অধিনায়ক সালমা খাতুন। তাই তো এইবার আগামী ৩ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে চলা ১৫ সদস্যের বাংলাদেশ দলে জায়গা হয়নি তাদের।
এইদিকে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলে বড় চমক এখনও অভিষেক না হওয়া মিডল অর্ডার ব্যাটার তাজ নিহার। এই দলে ডাক পেয়েছেন সোবহানা মোস্তারি, সাথী রানি, ফাহিমা খাতুন ও ২০ বছর বয়সী দিশা বিশ্বাস। উদ্বোধনী দিনেই নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ স্কটল্যান্ডের মুখোমুখি হবে।
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সুবহানা মোস্তারি, রাবেয়া আক্তার, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রাণী, দিশা বিশ্বাস।