আসন্ন ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ এখনো ভুলেনি বাংলাদেশ। তাই তো এবার তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে টাইগার্সরা। যার জন্য ইতিমধ্যে নাজমুল হাসানকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । তবে বিসিবির ঘোষিত দলে ইনজুরির কারনে বিশ্রামে রয়েছেন পেসার শরিফুল ইসলাম। তবে প্রথম বারের মতো টেস্টে ডাক পেলেন জাকের আলি অনিক। মূলত এই টেস্ট ক্রিকেট দিয়েই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে আসার জানান দিয়েছিলেন অনিক।যদিও আন্তর্জাতিক ক্রিকেটে খেলেন টি টোয়েন্টি এবং পরবর্তীতে ওয়ানডে ক্রিকেটে। এছাড়া সদ্য সমাপ্ত হওয়া সিরিজের সবাই আছে আসন্ন সিরিজে।
বাংলাদেশ স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ