April 4, 2025, 2:45 am

জয়পুরহাট হাসিনা-কাদের-হাসান মাহমুদ সহ ২১৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের

আবু সুফিয়ান মুক্তার, প্রতিনিধি জয়পুরহাট

এবার জয়পুরহাট সদর থানা এলাকায় মো. মেহেদী (২৫) নামের এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা; সাবেক সড়ক ও সেতুমন্ত্রী এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের; সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদসহ ২১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি-১ আদালতে মামলাটি করেন মেহেদীর স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করতে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। বিষয়টি বাদীপক্ষের আইনজীবী আব্দুল মোমেন ফকির ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

মেহেদী হত্যা মামলাসহ জয়পুরহাট জেলায় শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত দুটি মামলা হয়েছে। দুটি মামলায় হত্যার অভিযোগ আনা হয়েছে। দুই মামলাতেই শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *