নাটোর বড়াইগ্রামের বনপাড়ায় ঘাসের জমি থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৬মে বিকেল ৫ টার দিকে বনপাড়া পৌরসভা ১০ নং ওয়ার্ড কালিকাপুর বেড়পাড়া এলাকার বড়াল নদীর পাশের একটি ঘাসের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের তথ্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিডিআই) রাজশাহী ইউনিট ও বড়াইগ্রাম থানা-পুলিশ।
স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, কালিকাপুর বেড়পাড়া এলাকার কৃষক রাজু মিয়া তাঁর জমিতে ঘাস কাটতে গিয়ে দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে রাজু মিয়া জমির ভেতরে বোরখা পরিহিত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করেন ।
বনপাড়া পৌরসভা মেয়র কেএম জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের শীঘ্রই গ্রেফতার ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহের জন্য আহ্বান জানান।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সরল মরমু বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে দুদিন আগে এই নারীকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে মাঠে নেমেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার বড়াইগ্রাম সার্কেল, শরীফ আল রাজীব বলেন, কমপক্ষে দুই দিন আগে লাশটি কেউ ফেলে রেখে গেছে। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে, এই হত্যাকাণ্ডের তথ্য উদ্ঘাটনে সিআইডি ও পুলিশ যৌথ উদ্যোগে তদন্ত চালিয়ে যাচ্ছে । তদন্ত শেষে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।